ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

দীর্ঘদিন পর বার্সার স্কোয়াডে ফাতি

ইনজুরি কাটিয়ে অবশেষে বার্সেলোনার মূল দলে ফিরেছেন তরুণ তুর্কি আনসু ফাতি। অবশ্য এখনো ম্যাচ খেলার ছাড়পত্র পাননি তিনি। তবুও কোপা দেল রের ফাইনালের স্কোয়াডে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে রেখেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।


অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবার কোপা দেল রের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটির জন্য গতকাল (বৃহস্পতিবার) ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোম্যান। ফাতির পাশাপাশি এই তালিকায় আছেন চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা বার্সার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক নেতোও।


গত বছরের নভেম্বর মাসের শুরুতে ফাতির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। সেই সময় জানানো হয়েছিল তার সেরে উঠে মাঠে ফিরতে চার মাসের মতো সময় লাগতে পারে।


ছিটকে যাওয়ার আগে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০ ম্যাচ খেলেন ফাতি। এর মধ্যে সাতটি লা লিগায় এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। ম্যাচগুলোতে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি।

ads

Our Facebook Page